নিখোঁজের একদিন পর পুকুরে মিলেছে স্কুলছাত্রের লাশ উদ্ধার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের একদিন পর পুকুরে মিলেছে রাফি আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের মামুদপুর বাজার এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্র রাফি ওই এলাকার চা বিক্রেতা আবুল কালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু ছাত্র রাফি বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ রয়েছে। পরে আত্মীয় স্বজনসহ বন্ধু-বান্ধবদের বাড়িতে খোঁজখবর নিলেও তার কোনো সন্ধান মেলেনি। শুক্রবার দুপুরে মামুদপুর বাজারের কাছে একটি পুকুর থেকে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।