হরিজন পল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মসিক মেয়র

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ হরিজন পল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু।আজ বিকেল ৫ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহযোগিতা তুলে দেন।  হরিজন পল্লীতে গত ২২ আগস্ট সিলিন্ডার বিস্ফোরণে ১৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মারাত্মক ক্ষতিগ্রস্ত ৩ টি পরিবারকে ১০ হাজার টাকা এবং বাকি আংশিক ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন মসিক মেয়র।

এ সময় মেয়র উপস্থিত হরিজনদের উদ্দেশ্যে বলেন, আপনারা নগর পরিচ্ছন্নতার অন্যতম হাতিয়ার। আপনাদের পাশে আমরা আগেও থেকেছি, এখনও আছি, আগামীতে থাকবো। অগ্নিকাণ্ডের ঘটনার পরই আমরা খাবার ও আর্থিক সহযোগিতার মাধ্যমে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সার্বক্ষণিক খোঁজখবর রেখেছি। আপনারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন এজন্য আমরা আবার কিছু আর্থিক সহযোগিতা আপনাদেকে তুলে দিচ্ছি।

এ সময় মেয়র করোনা প্রতিরোধে সকলকে টিকা নেওয়ার আহবান জানান।

এ সময় ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিল রোখসানা শিরীন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মহব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার