নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর অপরাধে “টিপটপ বেকারিকে  ৮০ হাজার টাকা জরিমানা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ আজ শনিবার ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় শিববাড়ি এলাকায় “টিপটপ বেকারিতে” মোবাইল কোর্ট অভিযান চালিয়ে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫৩ ধারায় ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জেলা প্রশাসন জানান অননুমোদিত সামগ্রী বেকারী পণ্য উৎপাদনে ব্যবহার করা,পোড়া তেল সংরক্ষণ করা, নোংরা, অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে পরিবেশে পণ্য উৎপাদন করা, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ও পরিবেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫৩ ধারায় ৮০,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ।