
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিবভি নিউজঃ গত ২৪ ঘন্টায় মাদক মামলায় ৪ জন, জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানামূলে ২ জন, অন্যান্য মামলায় ১৪ জনসহ মোট ২০ জন আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মুহাম্মদ আহমার উজ্ঝামান এর নির্দেশে অপরাধে দমনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জিআর গ্রেফতারী পরোয়ানায়ামুলে সানকিপাড়া শেষ মোড়, গোহাইলকান্দি মীরবাড়ী থেকে মোঃ রাজিব মিয়া, ও সেহড়া চামড়ার গুদাম এলাকার মোঃ সোহেল সৌরভ ওরফে সোহেল আহম্মেদ (৩৫) গ্রেফতার করা হয়েছে।
এছাড়া মাদক আইনে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন পাটগুদাম বিহারী ক্যাম্প এলাকার
মোঃ রাসেল (২১), ও হৃদয় (১৯), বলাশপুর কসাইপাড়ার রুবেল মিয়া(২৮) ও শামীম আহম্মেদ রতন(৩২)।
উল্লেখ্য যে, মাদক মামলায় ৪ জন, জিআর গ্রেফতারী পরোয়ানামূলে ২ জন, অন্যান্য মামলায় ১৪ (চৌদ্দ) জনসহ মোট ২০ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।