সৌদি আরবে তিনতলা ভবন থেকে পড়ে  গফরগাঁওয়ের যুবকের মৃত্যু

সৌদি আরবে তিনতলা ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের যুবকের মৃত্যু

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ  সৌদি আরবে তিনতলা ভবন থেকে পড়ে ময়মনসিংহের গফরগাঁওয়ের যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাকিব(২৫) উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।   মঙ্গলবার সৌদি আরব স্থানীয় সময় সময় দুপুর ১২টা বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে এই দূর্ঘটনা ঘটে । ইউপি সদস্য মোঃ গেদু মিয়া সংবাদটি নিশ্চিত করেন।ইউপি সদস্য এবং স্থানীয় সূত্রে জানা যায় গফরগাঁও উপজেলার পাগলা থানাধিন উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের প্রায় রাকিব সাড়ে তিন বছর পূর্বে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরে ফ্রি ভিসায় কাজ করতেন। প্রায় দুই মাস পূর্বে দেশে ফিরে পাশের হরিপুর নূড়া পাড়া গ্রামের খোকা মিয়ার মেয়ে মীম আক্তারকে বিয়ে করেন। প্রায় ২০ দিন পূর্বে রাকিব পুনরায় সৌদি আরবে চলে যান। মঙ্গলবার রিয়াদ শহরে সৌদি স্থানীয় সময় দুপুর ১২টা বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে রাকিব কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে মারা যায়।

ইউপি সদস্য মো. গেদু মিয়া বলেন, এটি দুঃখজনক ঘটনা। ছেলেটি সবে নতুন একটি জীবন শুরু করেছিল। এমন মৃত্যু মেনে নেওয়া যায়না।