ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকে আগুন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকে আগুন

bmtv new No Comments

ফুলবাড়ীয়া প্রতিনিধি, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকে আগুন দেয়া হয়েছে। বুধবার রাত ৩ টার দিকে রফিকের মোড় নামক স্থানে নৌকা প্রচারনা কেন্দ্রের সামনে বাঁশ ও পলিথিন তৈরি করা নৌকা প্রতীকে আগুন দেয়ার ঘটনা ঘটে। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জবান আলীর দাবি প্রতিপক্ষ নৌকার বিদ্রোহী প্রার্থী ডা. কামরুজ্জামান জামানের (আনারস) সমর্থিত ৩০/৩৫ জন আগুন দেয় তার নৌকা প্রতীকে।

স্বতন্ত্র প্রার্থী ডা. কামরুজ্জামান জামান জানান, নৌকা প্রতীকে আগুন দেয়ায় আমি খুব মর্মাহত হয়েছি। আমার কর্মী সমর্থক কেউ নৌকা প্রতীকে আগুন দেয়নি। তারা নিজেরাই নৌকা প্রতীকে আগুন দিয়ে আমার সমর্থকদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। পুলিশ নিরপক্ষ তদন্ত করলেও আসল রহস্য বেরিয়ে আসবে।

ফুলবাড়ীয়া থানার এস আই আব্দুর রাজ্জাক জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা নৌকা প্রতীকে আগুন দিয়েছে কেউ বলতে পারছে না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।