ময়মনসিংহে সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ ঃ ভোগান্তি মানুষের

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ হঠাৎ ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মতো ময়মনসিংহে বাস ট্রাক ছাড়াও সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ রেখেছেন চালকরা। এতে বিপাকে পড়েছে সাধারন মানুষ। সেই সাথে বিপাকে পড়েছে ব্যাংকের চাকরীর প্রত্যাশী পরীক্ষার্থীরা।

শুক্রবার সকাল থেকে নগরীর মাসকান্দা বাস টার্মিনাল, ব্রীজ মোড়, ত্রিশাল বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। এসময় সাধারন মানুষ ও ব্যাংকের চাকরীর প্রত্যাশী পরীক্ষার্থীদের ভোগান্তি দেখা যায়।

কেউ কেউ কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে অটোরিকশা, মোটরসাইকেল, থ্রি-হুইলার যানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হতে দেখা গেছে।

একইভাবে পণ্য পরিবহনকারী সব ধরনের ট্রাক বন্ধ থাকা সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। এ অবস্থা চলতে থাকলে কাঁচামালসহ নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার