
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স রওশন এরশাদকে নিয়ে ব্যাংককের উদ্দেশে রওনা হয়। তার একান্ত সচিব মামুন হাসান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রওশন এরশাদের ছেলে রাহগির আলমাহি এরশাদ এমপি ও পুত্রবধূসহ পরিবারের অন্য সদস্যরাও তার সঙ্গে রয়েছেন। যাত্রার আগে সাদ এরশাদ সংবাদ মাধ্যমকে বলেন, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মায়ের চিকিৎসা হবে। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
জাপা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই রাজধানীর সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন রওশন এরশাদ। গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ।