You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ
করোনা (কোভিড-১৯) মহামারির কারণে দীর্ঘ ১৪৩ দিন বন্ধ থাকার পর ময়মনসিংহ অঞ্চলে আরও ৪ আন্তঃনগর ট্রেন পুনরায় চালু হতে যাচ্ছে। শনিবার (১৬ আগস্ট) থেকে ময়মনসিংহ অঞ্চলে রেলওয়ে বিভাগ এই ট্রেনগুলো চালু করবে। অনলাইনেই এসব ট্রেনের টিকিট কাটতে হবে। রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের এক পত্রে এ তথ্য জানানো হয়।
চালু হতে যাওয়া ট্রেনগুলো হলো, ময়মনসিংহ-গৌরীপুর-চটগ্রাম রুটের বিজয় এক্সপ্রেস, ঢাকা-ময়মনসিংহ-গৌরীপুর-মোহনগঞ্জ রুটে হাওড় একসপ্রেস, ঢাকা-ময়মনসিংহ-তারাকান্দি রুটে অগ্নিবীণা এক্সপ্রেস, ঢাকা-ময়মনসিংহ-দেয়ানগঞ্জ রুটে জামালপুর কমিউটার।
উল্লেখ্য, করোনা মহামারি প্রতিরোধে গত ২৫ মার্চ থেকে ময়মনসিংহ অঞ্চলের আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরবর্তী সময়ে ১৫ জুন সাধারণ ছুটি প্রত্যাহারের পর ৩০ মে থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু করে। প্রথম দফায় গত ৩১ মে ময়মনসিংহ অঞ্চলে তিস্তা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন চালু হয়।