
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃসাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ৬ জন আসামীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। আজ শনিবার সকাল পযর্ন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘন্টায় অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিআর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানায় চর ঈশ্বরদিয়ার ইসমাইল হোসেন, আকুয়া দক্ষিনপাড়ার অপু মিয়া (২০), জিআর গ্রেফতারী পরোয়ানায় কেওয়াটখালী ওয়াপদার মোড়ের রিয়াদ আহম্মেদ রনি ও সাং-৫৪/ভি, পুরোহিতপাড়ার পারুলকে গ্রেফতার করা হয়। ডাকাতির প্রস্তুতি মামলায় -ইটাখোলা রোড (সিদ্দিক মাস্টার রোড), চঞ্চল ওরফে গিট্টু (২৮), গ্রেফতার করা হয়। সকল্য়েই ময়মনসিংহ জেলার-কোতোয়ালী থানার বাসিন্দা। এবং নিয়মিত মামলায় ০১জন সহ সর্বমোট ০৬ জন আসামীদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়