
You must need to login..!
Description
এনায়েতুর রহমান ফুলবাড়ীয়া থেকে ::বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং কালাদহ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মাষ্টারের (আনারস) প্রতীকের ৫/৬ জন শুশুতি গ্রামে ভোট চাইলে গেলে আওয়ামী লীগের ইমান আলী মাস্টারের ( নৌকা) প্রতীকের কর্মীরা মারপিট করে আহত করেছে। আহতদের মধ্যে ৫ জনকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আ: কদ্দুছ (৬৫), হানিফা (৬০), মজিবর (৫২), শহিদুল্লাহ (৪০) ও আনোয়ার হোসেন (৩৫)। রবিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে স্বতন্ত্র প্রার্থী মো: নজরুল ইসলাম মাস্টারের (আনারস) প্রতীকের ৫/৬ জন ভোট চাইতে শুশুতি গ্রামের পলান বাড়ীতে যান। খবর পেয়ে আওয়ামী লীগের ইমান আলী মাস্টারের ( নৌকা) প্রতীকের সাদ্দাম, রফিকুল ও বুলবুলসহ ৮/১০ জন তাদেরকে পিটিয়ে আহত করে।
স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মাস্টার (আনারস) জানান, তার কর্মীরা ভোট চাইতে ঐ গ্রামে গেলে নৌকা সমর্থিতরা ৫ জনকে পিটিয়ে আহত করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে জানানো হয়েছে।
আওয়ামী লীগের ইমান আলী মাষ্টার (নৌকা) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার কর্মী ও স্বতন্ত্র প্রার্থী কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তারা থানায় আসলে বিস্তারিত বলা যাবে।