
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ চোরসহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ৪ জনকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) শুভ্র সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চরকালীবাড়ী থেকে ঘটনায় জড়িত সন্দিগ্ধ ২ জন চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন চর কালিবাড়ী মধ্যপাড়ার এনামুল(১৯), চর কালিবাড়ী মিলগেইট বাজার খালপাড় রোডের আবীর হোসেন (২৩)।
এসআই(নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম টার্মিনাল এলাকা হতে ঘটনায় জড়িত সন্দিগ্ধ চোর সুতিয়াখালী তিন রাস্তার মোড়, মোঃ মনির(২১),কে গ্রেফতার করে।
এসআই(নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চর রাঘবপুর এলাকা হতে জিআর গেফতারী পরোয়ানাভূক্ত আসামী চর বোররচর রাঘবপুরের শরাফত আলী (৩৯)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।