প্রেমিকের জন্য স্ত্রীর হাতে স্বামী খুনঃ স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

প্রেমিকের জন্য স্ত্রীর হাতে স্বামী খুনঃ স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম রামচন্দ্রপুরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী সনি ও তার প্রেমিক রনিকে যাবজ্জীবন ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপরে দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ নুর ইসলাম। মামলা সুত্রে জানা যায়, নওগাঁর খাদাইল গ্রামের পলাশ তার স্ত্রী সনিকে নিয়ে চাকরির সুবাদে পাঁচবিবির পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে বসবাস করাকালীন ২০১৫ এর ১১ মার্চ তার লাশ একটি পুকুরে পাওয়া যায়। পরে সনিকে আটক করে আদালতে নেয়া হলে প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে হত্যা কথা স্বীকার করে।