ময়মনসিংহ ডিবির অভিযানে হেরোইন, গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ, অভিযান চালিয়ে হেরোইন, গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ডিবির এসআই (নিঃ) আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ গত ৭ নভেম্বর ২০২১ দিবাগত রাতে কোতোয়ালী থানার আটআনী পুকুরপাড় হতে ১০ গ্রাম হেরোইনস সহ পাটগুদাম (বিহারী ক্যাম্প) এলাকার মাদক ব্যবসায়ী বাপ্পা আলী (৩০), এবং এসআই (নিঃ) অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ একই রাতে কোতোয়ালী থানার ইসলামবাগ হতে ৫০০ গ্রাম গাঁজাসহ ইসলামবাগ নামাপাড়ার বাসিন্দা মাদক ব্যবসায়ী রমজান আলী (১৯)কে গ্রেফতার করা হয়। ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার ও ১০ গ্রাম হেরোইন এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারের বিষয়ে কোতোয়ালী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আসামী পেশাদার ও অব্যাশগত অপরাধী । গ্রেফতারকৃত আসামী পিআর বাপ্পা আলী (৩০) ময়মনসিংহ সদর থানার এফআইআর নং-২৯/৪৯৩, তারিখ- ১০ মে, ২০১৯;এই মামলায় সে তদন্তে অভিযুক্ত (সি এস) এছাড়া ময়মনসিংহ সদর থানার নন এফআইআর নং- ৬৩৯, তারিখ- ৭ জানুয়ারি, ২০২১;এই মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী।