You must need to login..!
Description
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ বিভাগের সর্বজন শ্রদ্বেয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান খানের রুহের মাগফেরাতের জন্য কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ময়মনসিংহ শহরের মনমোহন নিয়োগী রোড পন্ডিত পাড়াস্থ ‘ফেরদৌস’ নামীয় বাড়িতে দোয়া মাহফিলে সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ নেন। দোয়া পরিচালনা করেন জিলাস্কুল মোড় মসজিদে ইমাম হাফেজ মাওলানা রেদওয়ান মাহমুদ।
দোয়া মাহফিলে জনদের মাঝে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, পিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন খান, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ হরিশংকর দাস, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক ও অ্যাডভোকেট আব্দুর রহমান আল হোাসইন তাজ, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, গণকল্যাণ পরিষদের প্রধান নির্বাহী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক ড. মোঃ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক দিলরুবা শারমিন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট এবিএম নূরুজ্জামান খোকনসহ বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ শাখার সভাপতি মনিরা বেগম অনু ও সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিনসহ বিভিন্ন রাজনৈতিক দল, আইনজীবী, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার লোকজন ।
বরেণ্য আইনজীবী, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে প্রধান পূরোধা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদ পরিষদ, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান খান (৮৫) ১২ আগষ্ট বিকেল ৫টায় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন । ১৩ আগষ্ট দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং জানাজা শেষে নগরীর গুলকীবাড়ি কবস্থানে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান খানের লাশ দাফন করা হয়।