You must need to login..!
Description
এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃবিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর বাজারের বারেক ফকিরের বাড়ীর সামনে সড়কে দাড়িয়ে থাকা বিকল ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে সিএনজি চালক জুয়েল (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪ জন। তাদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) রাত দেড়টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত ও আহতরা এনায়েতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ ওয়ার্ডে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোছাঃ নিলুফা খাতুনের (হেলিকপ্টার) প্রতীকের চাচীর নির্বাচনী প্রচারনায় বের হয়েছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়াডের্র মহিলা মেম্বার প্রার্থী মোঃ নিলুফা খাতুনের( হেলিকপ্টার) প্রতীকের চাচীর পক্ষে নির্বাচনী প্রচারনা করতে বুধবার দিনগত রাত দেড়টার দিকে বের হন। সোয়াইতপুর বাজারের বারেক ফকিরের বাড়ীর সামনে সড়কে দাড়িয়ে থাকা বিকল ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালক জুয়েল (২৮) নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। গুরুতর আহত সুধির ও জইন উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী দুজনের নাম জানা যায়নি। তবে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ীয়া থানার এস আই হাসান জানান, ইউপি নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারনা করতে গিয়ে ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় সড়ক দূর্ঘটনায় হতাহতের খবর আমরা পেয়েছি।