
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন সংস্থা পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে এস আই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম র্যালীর মোড় এলাকা হতে ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী রাব্বী ওরফে হৃদয়(২৫), কে গ্সাংরেফতার করা হয়। সে ত্রিশাল-গরু হাটার বাসিন্দা।, বর্তমান শহরের -বাঁশবাড়ী কলোনীতে থাকে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার সাহেব কাচারী বাজারস্থ আমিনুল ইসলাম মেম্বারের মার্কেটের ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং এর সামনে উত্তর পার্শ্বে রাস্তার ফুটপাতের উপর এবং কোতোয়ালী মডেল থানার ৬/খ, কাচিঁঝুলি মসজিদ রোডস্থ অন্যান্য টেলিকম’ নামীয় মুদি দোকানের সামনে পশ্চিম পার্শ্বে রাস্তার ফুটপাতের হতে ১৬০ পিস ইয়াবা সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ঈশ্বরগঞ্জ থানার , ছাতিয়ানতলার বাসিন্দা সাইদুল ইসলাম(৩৬) এবং ৪/খ, কাচিঁঝুলি মসজিদ রোডের শাকিল হোসেন(৩৫),। প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।