
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ দ্বিতীয় দফায় ময়মনসিংহের তিন উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। তবে এবারের ভোটেও অংশ নিচ্ছে না বিএনপি। ইতিমধ্যে শেষ হয়েছে ভোট গ্রহণের সব প্রস্ততি। উপজেলাগুলো হলো জেলার হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলবাড়িয়া।
জানা যায়, হালুয়াঘাট উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৫২ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ১০ জন, ওয়াকার্স পার্টির ১ জন, জাকের পার্টি ১ জন, ইসলামী আন্দোলনের ৩ জন, স্বতন্ত্র প্রার্থী ৩৭ জন। সংরক্ষিত (নারী) সদস্য ১২৬ জন, সাধারণ সদস্য পদে ৩৫০ জন। ১০ টি ইউনিয়নে মোট ৯৪ টি কেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ৫১৯ ভোট।
ধোবাউড়া উপজেলার ৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৩৫ জন। ৬৬টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১ লাখ ৫৮ হাজার ১৮১ জন। এর মধ্যে পুরুষ ৭৯ হাজার ৪৮৫ জন এবং নারী ৭৮ হাজার ৬৯৫ জন।
ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের ১৩জনসহ ৭৫জন। সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১৬৯জন এবং সাধারণ সদস্য ৪৯৯জনসহ মোট ৭৪৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২৯টি ভোট কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ লাখ ২৬হাজার ৯০৮জন।
হালুয়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল বলেন, নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। যথা সময়ের মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে সকল ধরণের সরঞ্জামাদী পাঠানো হবে। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিকী বলেন, ফুলবাড়িয়ায় নির্বাচন শান্তিপূর্ণ করতে ১৩ জন ম্যাজিস্ট্রেট নেতৃত্বে থাকবে ৫ প্লাটুন বিজিবি, ২ হাজার ১৯৩ জন আনসার সদস্যের পাশাপাশি র্যাব, পুলিশের সদস্যরা।
প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামের মধ্যে সুঁই, সুতা, সুপার গ্লু, স্ট্যাপলার, ভোটার তালিকা, কার্বন পেপার, মোমবাতি, স্কেল, কলমসহ ৬০টির বেশি উপকরণ পাঠানো হচ্ছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা.আহমার উজ্জামান বলেন, জেলার তিন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে চারস্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার সদস্যের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। নির্বাচনে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। আশা করছি একটি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন আমরা উপহার দিব।