কোতোয়ালী থানা পুলিশ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫

কোতোয়ালী থানা পুলিশ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ ও মাদকদ্রব্য সংস্থা অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার গোষ্ঠা খালপাড়স্থ হাফিজ চেয়ারম্যানের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ঘটনায় জড়িত এজাহার নামীয় আশিক (২২), সাং-উজান ঘাগড়া উমেদ বেপারী বাড়ী, আশিক (২০), সাং-আকুয়া গরুর খোয়াড় মোড়, (ভাসমান), ও আবু হুরাইয়া ইফতি (১৯), সাং-ভাটি দাপুনিয়া আবুল মড়লের বাড়ী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আবুল কাশেম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার রাঘবপুর সাকিনস্থ আসামীর বসতবাড়ী হতে মোফাজ্জল হোসেন (৩২), পিতামৃতঃ নেওয়াজ আলী, সাং-রাঘবপুর, লম্বাবাড়ী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন সংস্থা এর একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চকনজু গ্রামস্থ আসামী মোঃ খোকা মিয়া (৫৯) এর নিজ দখল ও নিয়ন্ত্রনাধীন পশ্চিম ভিটি পূর্ব দুয়ারী চৌচালা টিনের বসতঘর হতে ১. মোঃ খোকা মিয়া(৫৯), এনআইডি- ৮২০৬৭৫৭০৬৭, সাং-চকনজু, থানা- ময়মনসিংহ সদর, ময়মনসিংহকে গ্রেফতার করেন। প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।