You must need to login..!
Description
এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে: শিয়ালের কামড়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া ১০ নং কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ মধ্যপাড়া বেপারীর বাড়ীর মোঃ চাঁন মিয়ার ছেলে, মোঃ সোহাগ (৩০) ও সোহাগের স্ত্রী সালমা বেগম (২৭) গুরুতর আহত হয়েছে। রোববার ভোর রাতে এঘটনা ঘটে।
সোহাগের পিতা চাঁন মিয়া বলেন, আমার বউ মা সালমা বেগমের ১টি গরু ও ছাগলকে শিয়ালে কামড় দিলে ছাগলের চিৎকার শুনে প্রথমে সালমা দ্রুত ঘর থেকে বের হলে শিয়াল তার হাতে কামড় দেয়। সালমার চিৎকার শুনে ছেলে সোহাগ ঘর থেকে বের হলে তাকেও আক্রমন করে। সোহাগ সাহসিকতার সাথে তার স্ত্রীকে বাঁচানোর জন্য জীবন বাজী রেখে শিয়ালের সাথে যুদ্ধ করতে শুরু করে। হাতে কামড় খেয়ে সোহাগ শিয়ালটিকে পাঞ্জা দিয়ে ধরে দস্তাদস্তি করতে থাকে। পরে শিয়ালটির লেজে ধরে ঘুড়াতে ঘুড়াতে আছাঁড় দিলে শিয়ালটি দূর্বল হয়ে যায়। এক পর্যায়ে শিয়ালটিকে কোদালের গাড়া দিয়ে আঘাত করে মেরে ফেলতে সক্ষম হয় ।
এ দিকে পাশ্ববতী বাড়ীর মোশারফ জানান, মিলন মিয়ার ১টি গরু, হেলাল উদ্দিনের ১টি গরু, আবদুল্লার ২টি গরু, রফিকুলের ১টি গাভী, খলিলের ১টি গরু ও ১টি ছাগল, খাইরুল মিয়ার ১টি বকনা গরু ও ১টি ষাড় গরু, দুলালের ১টি গরু, রফিকুল ইসলামের ২টি খাসিকে শিয়ালে কামড় দিয়েছে। পল্লী চিকিৎসক মোঃ ফখরুল ইসলাম বলেন , ঘটনা সত্য আমি গরু ও ছাগল মিলিয়ে ১৩ টি ভ্যাকসিন দিয়েছি। তবে শিয়ালটিকে না মারলে আরও আহতের সংখ্যা আরও বেড়ে যেত।