ময়মনসিংহে ডিবির হাতে  ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ডিবির হাতে  ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

bmtv new No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানকালে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী তিন সদস্য গ্রেফতার হয়ছে। তাদেও কাছ থেকে দেড় কেজি গাঁজাসহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর চর কালিবাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী চালিয়ে আসছি। এ অভিযানের অংশ হিসাবে সোমবার রাতে এসআই আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর চরকালিবাড়ী দেড় কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। তারা হলো, গৌরীপুরের শান্ত মিয়া ও সেলিম মিয়া এবং নরসিংদির মোঃ রানা। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।