
You must need to login..!
Description
স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৪ জুয়ারিকে গ্রেফতার করেছে। ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ গতকাল রাতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার কাওয়ালটি এলাকায় টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি সেলিম (৩৩), সাং-বাগেরকান্দা রনি মিয়া (২৩), সাং-আকুয়া কান্দাপাড়া, লিটন মিয়া (৪০), সাং-উজান ঘাগড়া, আরিফ মিয়া (২২), সাং-উজান ঘাগড়া, অলিউল্লাহ (২৪), সাং-ভাটি দাপুনিয়া, শহিদুজ্জামান সেলিম (৩০), সাং-দাপুনিয়া বাজার, মামুন মিয়া (২৬), , সাং-সুহিলা পশ্চিমপাড়া, আসাদ মিয়া (৩০), সাং- সুহিলা পম্চিমপাড়া, মানিক মিয়া (২৮), , সাং-ভাটি দাপুনিয়া, আবু সাঈদ (৩০), সাং-মাঝিহাটি, সুরুজ (৫০), সাং-উজান ঘাগড়া, রুহুল আমিন (৩৪), সাং-উজান ঘাগড়া, আসাদুল ইসলাম (২১), সাং-আকুয়া মধ্যপাড়া, খাইরুল ইসলাম (২৫), সাং-মধ্যবাড়েরা, সর্ব থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়ারিদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।