You must need to login..!
Description
পাবনা প্রতিনিধি বিএমটিভি নিউজঃ পাবনা শহরের শালগাড়িয়া টিএমএসএসের উদ্যোগে সংস্থার ঋনগ্রহিতা সদস্য ও কর্মকর্তাদের সাথে ঋন বিতরন ও আদায় শীর্ষক এক পযালোচনা এবং মতবিনিময় সভা গতকাল ১৭ নভেম্বর মেরিল রোর্ড শাখা কার্যালয়ে অনুষ্ঠত হয়।
টিএমএসএসের পাবনার মেরিল রোর্ড শাখা প্রধান মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বৃহত্তর রাজশাহী বিভাগের বিশেষ প্রতিনিধি ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএমএস। তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য তিনি কর্মকর্তাদের পরামর্শ দেন। ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন, সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। পাশাপাশি সদস্যদের করোনার টিকা নেওয়ার জন্য আহবান জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের পুষ্পপাড়া এরিয়া প্রধান মো আঃ রাজ্জাক। অন্যদের মধ্যে শাখা ২ য় কর্মকর্তা সেলিম রেজা, মোঃ রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ,আঃ মতিন সরকার,বিপ্লব মার্তী, শিরহান ইসলাম ও সুবিধা ভোগি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে টিএমএসএসের সুজানগর শাখার কয়েকজন সদস্যদের মধ্যে ঋন বিতরন করা হয়।