
You must need to login..!
Description
স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের অভিযোগ ৫জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত করতে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি কালীবাড়ী এলাকা হইতে ষ্টীলের চাকু সহ দস্যুতার চেষ্ঠকালে বাঘমারার কালু মিয়া ওরফে হেলাল মিয়াকে গ্রেফতার করে। এসআই আনোয়ার হোসেন-১ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে রামবাবু রোড এলাকা থেকে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোঃ মানিক মিয়া এবং এসআই আশিকুল হকের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে উজান ঘাগড়া এলাকা থেকে জিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোঃ গাজী মিয়াকে গ্রেফতার করে। এছাড়া এসআই কুমোদলাল দাস এবং এএসআই ইলিয়াছ খান কৃষ্টপুর ও চর গোবিন্দপুর এলাকা থেকে জিআর গ্রেফতারী পরোয়ানামূলে গবিন্দপুরের মতি ও কৃষ্টপুরের সাগরকে গ্রেফতার করে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।