
You must need to login..!
Description
স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ সৎ বড় ভাইয়ের লাঠির আঘাতে নিহত হয়েছেন ছোট ভাই পলাশ মিয়া (৩০)। গত শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বারহাট্টা সদর ইউনিয়নের গোড়াউন্দ গ্রামে এ ঘটনা ঘটে। সৎ বড় ভাইয়ের নাম আলামিন মিয়া (৪০)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত পলাশের আপন ছোট ভাই পিতাস বলেন, ‘আমরা আমাদের সৎ ভাই আলামিনের সঙ্গে জমিতে পানি দেওয়ার বিষয় নিয়ে বাড়ির উঠানে আলোচনা করছিলাম। একপর্যায়ে আলামিন উত্তেজিত হয়ে পলাশকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। আমরা তাঁকে আহত অবস্থায় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসকেরা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। আমি আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই।’
আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিতে পানি দেওয়ার মতো সামান্য বিষয়ে ভাইদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন মিয়া উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটান।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।