স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর দুর্গাবাড়ি মন্দিরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শংকর সাহা এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শ্রী জে এল ভৌমিক, শ্রী পুরবী মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ চন্দ্রনাথ পোদ্দার, বিভাগীয় যুগ্ন সম্পাদক শ্রী সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শ্রী শুভাশীষ বিশ্বাস সাধন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রী দীপক কুমার পাল, দপ্তর সম্পাদক শ্রী বিপ্লব দে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইজ্ঞিনিয়ার রতন দত্ত প্রমুখ।
পরে ২য় অধিবেশনে কেন্দ্রীয় সভাপতির সভাপতিত্বে ময়মনসিংহ জেলা কমিটি গঠন করা হয়। ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট পীযূষ কান্তি সরকার, যুগ্ন সাধারন সম্পাদক শংকর সাহা। সম্মেলন শেষে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনকল্পে সভাপতি ও সম্পাদক পদে প্রার্থীতা আহবান করা হয়। সভায় ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এডভোকেট পীযূষ কান্তি সরকার, যুগ্ন সাধারন সম্পাদক শংকর সাহাকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী ভক্তিনন্দ মহারাজ, জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড প্রশান্ত দাস চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট পীযূষ কান্তি সরকার, সম্মেলন প্রস্তুতি কমিটির আহাবায়ক মানিক দত্ত, এডভোকেট সুতপা পাল, বাবু পীযূষ কান্তি প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি অন্যান্য অতিথি ও নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে জাতীয় ও পূজা উদযাপন পরিষদের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সম্মেলন উদ্বোধন করেন।