
You must need to login..!
Description
স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের ৮ জনকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনায পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ময়মনসিংহ এর স্কুল ভবনের দ্বিতীয় তলার ৭নং কক্ষে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে কক্ষের কক্ষ পরিদর্শক আক্তার জাহান নেত্রকোনা সদর, দুর্গাশ্রম এলাকার আসামী রুবেল মিয়া (৩২)কে আটক করে পুলিশে দেয় এবং তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরন করা হয়।
এসআই(নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার নতুন বাজার এলাকা হতে তদন্তে সন্দিগ্ধ আসামী অসীম ওরফে কালো (২৭)কে চুরি (পুরাতন)মামলায় গ্রেফতার করেন। সে শহরের-চরপাড়া পুরাতন পপুলার এর পিছনে বসবাস করে।
এএসআই(নিঃ) সোহেল রানা শহরের আকুয়া মড়ল বাড়ী হতে সিআর পরোয়ানাভূক্ত আসামী বিদ্যুৎ মিয়া,কে গ্রেফতার করে। সে শহরের আকুয়া মড়লবাড়ীর বাসিন্দা।
এএসআই(নিঃ) নিজাম ও এএসআই(নিঃ) সানজিদ কোতোয়ালী মডেল থানার কাঠগেলা বালুর চরঘাট এলাকা হতে জিআর পরোয়ানাভূক্ত আসামী তুষার আহাম্মেদ মিঠু ওরফে মিঠুন (২৬)কে গ্রেফতার করেন। সে-কোতোয়ালীর কাঠগোলা বালুর চরঘাট এলাকার বাসিন্দা।
এএসআই(নিঃ) আমিনুল ইসলাম কোতোয়ালী মডেল থানার মধ্য বাড়েরা হতে জিআর গ্রেফতারী পরোয়ানার আসামী হাফিজুল ইসলাম(৩৭)কে গ্রেফতার করেন। সে কোতোয়ালীর-মধ্য বাড়েরার বাসিন্দা।
এএসআই(নিঃ) মঞ্জুরুল ইসলাম কোতোয়ালী মডেল থানার শম্ভুগহ্জ হতে সিআর গ্রেফতারী পরোয়ানার আসামী হেলাল উদ্দিন আকন্দকে গ্রেফতার করেন। -শম্ভুগঞ্জ মেইন রোড, (শম্ভুগঞ্জ মোড়) এলাকার বাসিন্দা। প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।