ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১

image

You must need to login..!

Description

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১১জনকে গ্রেফতার করেছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এরাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে পুলিশ কাজ করছে। ্রই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ১১জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম চরকালীবাড়ী টোল প্লাজার সামনে থেকে চোরাই অটোরিক্সাসহ নিয়মিত চুরি মামলার আসামী খাগডহর ঘুন্টি এলাকার ফয়সাল আহমেদ সুপ্তকে গ্রেফতার করে। আরেক অভিযানে এসআই মাহফুজুর রহমান সুতিয়াখালী বাজারের শামীম ইলেকট্রনিক্স নামক দোকানের ভিতর থেকে ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কী বোর্ড, মাউস ১টি, পাওয়ার ক্যাবল ২টি এবং ডিজে ক্যাবল ১টি উদ্ধার সহ শামীম মিয়া নামে একজনকে গ্রেফতার করে। এসআই তানজিল আল আসাদুজ্জামান মাঝিহাটি পশ্চিমপাড়া থেকে ধর্ষন মামলার আসামী আবু হুরাইয়াকে গ্রেফতার করে।
এসআই মানিকুল, এসআই হারুন, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই মনিরুজ্জামান, এএসআই শাহজালাল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪জন ও সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্তসহ ৫জনকে গ্রেফতার করে।
তারা হলো, জিয়াউর রহমান, মোঃ এছহাক, জামাল উদ্দিন, রফিকুল ইসলাম রবি মোস্তাকুল আলী দেওয়ান। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় এসআই উজ্জল সাহা ও এসআই মাহফুজুর রহমান আরো মোঃ বোরহান, তৌকির তাহের শুভ্র ও উজ্জল নামে আরো তিনজনকে গ্রেফতার করে। (তাদেও সবাইকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার