স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আজ সোমবার,২২ নভেম্বর, ময়মনসিংহের হালুয়াঘাটে সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১২ টায় হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম মিয়া বাবুল।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজদ আলী,আলী আশরাফ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল আজিজ খান। সমাবেশে জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য আব্দুল হেকিম জুয়েল, আব্দুল মালেক সোহান, সোহেল আল আজাদ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল গণি, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কৃষক আব্দুস সাত্তার, পৌর কৃষক দলের আহ্বায়ক মাঈনুদ্দিন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ওয়ারেছ মাসুদ, সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ উজ্জামান আউলিয়া, তাঁতীদলের আহবায়ক আকিকুল ইসলাম, যুবনেতা আবু নাসের, মোশাররফ হোসেন, জাকির হোসেন চঞ্চল, ছাত্র দলের আহবায়ক নাইমুর আরেফিন পাপন, যুগ্ম আহ্বায়ক মির্জা সাফায়েত সারোয়ার তাইয়েব, পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, যুগ্ম আহ্বায়ক ছোটন সরকার সহবিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।