মুক্তাগাছা প্রেসক্লাবের উদ্যোগে  জাতীয় শোক দিবস পালিত

মুক্তাগাছা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

BMTV Desk No Comments

 

বিএমটিভি নিউজ ডেস্কঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তাগাছা প্রেসক্লাবের উদ্যোগে  আজ বিকালে  এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এম নজরুল ইসলামের সভাপত্বিত্বে আজ বিকাল সাড়ে ৪টায়  প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ কে এম খালিদ এমপি,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলি সহ বিভিন্ন প্রিন্ট  ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।