স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ১৭ জন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে পুলিশ কাজ করছে। এই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসআই(নিঃ) আশিকুল হক এর নেতৃত্বে কোতোয়ালী থানার সুহিলাস্থ রফিকুল ইসলাম এর বাড়ী হতে ৪৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মাদক ব্যবসায়ী স্বামী রফিকুল ইসলাম (৪২) ও স্ত্রী শিরীন বেগম (৩৮)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্বে কোতোয়ালীর সিরতা ইউনিয়নস্থ সিরতা ব্রীজ হতে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন(৩৬)কে গ্রেফতার করেন। সে -চর সিরতা মাঠখোলা বাজার এলাকার বাসিন্দা।
এসআই(নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে কোতোয়ালীর চরপাড়া হতে নিয়মিত অন্যান্য মামলার আসামী শফিকুল (৩৪),সাং-মোয়াজ্জমপুর, ইউপিঃ কানারামপুর, থানা-নান্দাইল, এপি/সাং-সেহড়া চামড়া গুদাম (পূরবী সিনেমা হল সংলগ্ন), কপিল উদ্দিন (৩৬), সাং-শিকারীকান্দা ভাটি বাড়েরা উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কল্পনা আক্তার এর নেতৃত্বে কোতোয়ালীর চরপাড়া হতে নিয়মিত অন্যান্য মামলার আসামী সুরুজ ড্রাইভার (৩৫),মাসকান্দা গনসার মোড় (গোরস্থান রোড), আনোয়ার হোসেন @ সুজন (৩৬), কে গ্রেফতার করেন। এসআই(নিঃ) মাহফুজুর রহমান এর নেতৃত্বে কোতোয়ালীর উজান ঘাগড়া হতে নিয়মিত অন্যান্য মামলার আসামী কবির (৩৫),সাং-উজান ঘাগড়া, পুটিয়ালীর চর, থানা-কোতোয়ালী-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ)তানজিল আল আসাদুজ্জামান, এসআই(নিঃ)ফারুক আহম্মেদ, এসআই(নিঃ)শাহ মিনহাজ উদ্দিন, এএসআই(নিঃ) সাইফুল ইসলাম-১, এএসআই(নিঃ) আমির হামজা, এএসআই (নিঃ) মঞ্জুরুল হক প্রত্যেকে অত্র থানার বিভিন্ন এলাকা হতে জিআর এবং সিআর গ্রেফতার পরোয়ানায় মোট ৯জনকে গ্রেফতার করা হয়। জিআর পরোয়ানায় চরকালীবাড়ী মধ্যপাড়ার রহমত আলী, বিনো, কৃষ্টপুরের রাজিব, আকুয়া ভাঙ্গাপুলের সাব্বির মিয়া, ও মোঃ হাবু, মহারাজা রোডের তাপস রায়, এবং সিআর পরোয়ানায় শম্ভুগঞ্জ,বাজিতপুরের মোঃ সাহাবুদ্দিনকে গ্রেফতার করেন।