
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আগামী ৩০ নবেম্বর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে নগরীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। শনিবার বিকেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু হয়। নতুনবাজার, রামবাবুরোড, দূর্গাবাড়ি রোড, স্বদেশীবাজারসহ নগরীর বাণিজ্যিক এলাকায় পথচারি, ব্যবসায়ি, রিকসাচালক ও দোকান মালিক/কর্মচারিদের হাতে লিফলেট তুলে দেন তিনি। এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম, রতন আকন্দ, যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, স্বেচ্ছাসেবকদলের জেলা সভঅপতি শহিদুল আমিন খসরু, ফয়সাল আহমেদ, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন। ##