বিনা উদ্ভাবিত বোর ধানের জাত জনপ্রিয়করনে দাপুনিয়া বীজ ও সার বিতরন

বিনা উদ্ভাবিত বোর ধানের জাত জনপ্রিয়করনে দাপুনিয়া বীজ ও সার বিতরন

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের এর আয়োজনে বিনাধান ১০ এবং বিনাধান ২৪ এর বীজ ও সার বিতরন করা হয়েছে। আজ ২৯ নভেম্বর সকাল সাড়ে ১১টায় দাপুনিয়া কাউয়ালটি ইসলামীয়া হাই স্কুল মিলনায়তনে  বিনা উদ্ভাবিত বোর ধানের জাত জনপ্রিয়করনের নিমিত্ত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউনিয়নের ৭০ জন কৃষককে ৫ কেজি করে বোর ধানের বীজ প্রদান করা হয়। ময়মনসিংহ জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মিন্টু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর চীফ সাইন্টিফিক অফিসার ড. মনজুরুল আলম মন্ডল। সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আবু তাহের এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিনার উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীমা বেগম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মোজাম্মেল হক, দাপুনিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি খন্দকার কামরুজ্জামান দিদার, সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন সেলিম প্রমুখ। এ সময় কৃষকলীগ নেতা সাইদুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ কোতোয়ালী শাখার যুগ্ন সাধারন সম্পাদক নুরুজ্জামান সোহেল, কৃষকলীগের নেত্রী শিরিন আক্তার, কৃষকলীগ নেতা জুলহাস আলম রানা প্রমুখ।