
You must need to login..!
Description
এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে বিএমটিভি নিউজঃ: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্থগিত নিউগি কুশমাইল ভোট কেন্দ্রে পুন:নির্বানে দুইজন ম্যাজিষ্ট্যাটসহ ১৮২ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সর্ম্পন হয়েছে।
উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়নের স্থগিত হওয়া নিউগি কুশমাইল কেন্দ্রটি খুবই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। ১৯৯৮ ও ২০১৬ সালে এই কেন্দ্রে বর্তমান চেয়ারম্যান শামছুল হক বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোট ডাকাতির অপচেষ্টা চালান। ফলে নির্বাচন কমিশন শুধুমাত্র এই কেন্দ্রের ফলাফল স্থগিত রাখতে বাধ্য হন। পরে পুননির্বাচনে সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতি করে ফলাফল হাতিয়ে নেন তিনি।
কুশমাইল ইউনিয়নবাসী ও উপজেলার সর্বস্তরের জনগণের দাবীর প্রেক্ষিতে এই কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ৫ স্তরে দুইজন ম্যাজিষ্ট্যাটসহ ১৮২জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের ভোট কারচুপি ও বহিরাগতদের অনধিকার প্রবেশ করতে দেয়া হয়নি। সার্বিক ব্যবস্থাপনায় প্রার্থী ও ভোটাররা সন্তোষ প্রকাশ করে। নৌকা প্রতীকের চেয়ে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক ১০৭৭ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছে।
রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার জানান, স্থানীয় জনগণের দাবীর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের দিক নির্দেশনায় স্থগিত হওয়া ভোট কেন্দ্রে পুন:নির্বাচনে ২জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্যোটসহ ১৮২জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন।