
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ নগরীর কাশর উওরা এলাকায় অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ দখল এর অভিযোগে ময়মনসিংহ জেলা ও উপজেলা প্রশাসন এবং ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফিরোজ মিয়া ও মানিক মিয়ার নির্মাণাধীন স্থাপনা ভেঙে দিয়েছে। গতকাল ১ ডিসেম্বর ( বুধবার) দুপুর ২ টায় ময়মনসিংহ সদর ভূমি অফিসের অন্তর্গত কাশর মৌজা এলাকায় অবৈধ নদ দখল উদ্ধার ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসন ( রাজস্ব) সমর কান্তি বসাক ও ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সেলিম হাসান ও পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইকতিয়ার উদ্দিন ভূঁইয়া সহ উপজেলা প্রশাসনের ও সদর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ। অভিযান পরিচালনা করে অবৈধ নদ দখল করায় তিনটি ঘর ভেঙে দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে নদী দখলের দায়ে আমরা ঘরগুলো ভেঙ্গে দিয়েছি এবং ঘর এর মালামাল ও স্থাপনা উচ্ছেদ এর জন্য নির্ধারিত সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে অপসারণ না করলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে ভূমির মালিকানা দাবিদার ও ঘরের মালিক মানিক মিয়া ও ফিরোজ আহমেদ জানান, আমরা আমাদের মালিকানাধীন ভূমিতে স্থাপনা ও ঘর নির্মাণ করছিলাম কিন্তু প্রশাসন আমাদেরকে কোন সময় না দিয়ে আমাদের নির্মাণাধীন স্থাপনা ও ঘরগুলো ভেঙ্গে দিয়েছে ফলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বংশধর হিসেবে আমরা ভূমির প্রকৃত মালিকানা দাবিদার। এজন্য আমাদের ভূমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।