বিএমটিভি নিউজ ডেস্কঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ঢাকা-শেরপুর মহাসড়কের শেরপুর রোড গোলচত্বর নামক স্থানে রবিবার রাত ৮টায় শেরপুরগামী ট্রাক যাত্রীবাহী একটি রিকশাকে চাপা দিলে আশিফ(২৫) নিহত হয়েছেন। নিহত আশিফ ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র ছিলেন। তিনি উপজেলার রূপসী ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের (অব.) সেনা সদস্য জহিরুল হক বিশ্বাসের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক আবুল হাশেম।
জানা যায়, রবিবার সন্ধ্যার পর প্রাইভেট পড়ানো শেষ করে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। হঠাৎ শেরপুরের দিকে রওনা হওয়া দ্রুতগামী একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত পরে পথচারীরা তাকে উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে নেওয়ার পথে ছাত্র ফাইজুল ইসলাম আশিফ রবিবার রাত ৯টায় মারা যান।
এ ব্যাপারে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, এ ঘটনায় ট্রাকের চালক ঘাতক রফিক মিয়াকে ট্রাকসহ আটক করা হয়েছে।