স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি বগি সংযোগ বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল । বগিটি লাইনচ্যুত হয়নি।
শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (বাকৃবি) এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় আসতেই পেছনের একটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি চালক বুঝতে পেরে ট্রেন থামিয়ে স্টেশনে যোগাযোগ করেন। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বগিটি উদ্ধার করে। পরে ওই বগি সংযুক্ত করে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়। এ ঘটনায় হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে দীর্ঘক্ষণ আটকে ছিল বলে জানান রেলওয়ে থানার এ কর্মকর্তা।