
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে উদ্যোক্তাদের আয়োজনে পণ্য প্রদশর্নী মেলায় ৯২ নম্বর স্টলে ভীড় কেন জানেন? এখানে গ্রাম বাংলার ঐতিহ্য হরেক রকম মজাদার পিঠা বিক্রি হচ্ছে। নারী উদ্যোক্তা উম্মে আসমা পুতুল দুধ পুলি, দুধ চিতল সহ নানা জাতের সুস্বাদের পিঠা নিজ হাতে তৈরী করে বিক্রি করছেন। দুদিন ব্যাপী মেলায় সকাল ১০ টা থেকে রাত ৯টায় পর্যন্ত খোলা থাকবে।
আজ রোববার সকালে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। সোমবার রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। মেলায় প্রায় অর্ধশত স্টল রয়েছে। রসের পিঠা খেয়ে আপনার পছন্দের নাতে তৈরী নানা পণ্য কিনে নিতে পারবেন মেলা থেকে। উম্মে আসমা পুতুলের কাছে মেলার আমার স্টলে ভীড় কেন জানতে চাইলে বলেন, একদম ন্যাচারালভাবে তৈরী বলে আসল স্বাদটা পায় ক্রেতারা।