
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৭ জন আসামীকে গ্রেফতার করেছে। রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ারী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান পুলিশ সুপারের নির্দেশে বিভাগীয় নগরীর আইন শৃংখা নিয়ন্ত্রনে রাখতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন ও এসআই(নিঃ) নিরুপম নাগ যৌথ অভিযান চালিয়ে কোতোয়ালী থানা এলাকার আলো ফ্যাশন হক মার্কেট, গাঙ্গিনারপাড় এলাকা হতে সিআর সাজা ও সিআর গ্রেফতারী পরোয়ানার আসামী দিদারুল ইসলাম হিম (২৭), সাং-জিলকী, থানা-ত্রিশাল, এপি/সাং-আনু ফ্যাশন, ১১/এ হক মার্কেট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে ০২টি ওয়ারেন্ট (সিআর সাজা ও সিআর)
এসআই(নিঃ) কুমোদলাল দাস ও এসআই(নিঃ) তানজিল আল আসাদুজ্জামান এর নেতৃত্বে কোতোয়ালী থানার ফুলবাড়ীয়া পুরাতন বাসষ্ট্যান্ড জনৈক রাজিব এর চায়ের দোকান এবং জেলা স্কুল গেইটর সামনে পাকা রাস্তার উপর হতে ৩০ গ্রাম গাঁজা ও ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোহন মিয়া (৩২), সাং-কাশর, (তারা মিয়া বাসার ভাড়াটিয়া), সাব্বির হাসান(১৯), সাং-আকুয়া, রুটি ওয়ালাপাড়া. মাহামুদুল হাসান @ বাপ্পী (৩৫), সাং-বাসা নং-১২, আকুয়া মাদ্রাসা কোয়াটার্স, সর্ব থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানার রহমতপুর বাইপাস এলাকা হতে অপহরন সহ ধর্ষন মামলার আসামী রতন মিয়া (১৮), সাং-খেরুয়াজানী, থানা-মুক্তাগাছা,জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও নিয়মিত পুরাতন মামলায় এসআই(নিঃ) তাইজুল ইসলাম কোতোয়ালী থানা এলাকারচরপাড়া এলাকা হতে মারুফ হোসেন (৪৪), , সাং-বালিয়াপাড়া থানা-ত্রিশাল, এপি/সাং-চরপাড়া কপিক্ষেত, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।