নগরীর অবৈধ পাকিং ও ফুটপাত মুক্তকরণে কোতুয়ালী পুলিশের বিশেষ অভিযানে জনমনে স্বস্তি

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ শহরের ব্যস্ততম এলাকা চরপাড়ায় ফুটপাত, হকার মুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে কোতুয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ ও তদন্ত ইন্সপেক্টর ফারুক আহম্মেদ নেতৃত্বে পুলিশ সদস্যরাও এতে অংশ নেন। এ অভিযান প্রতিদিন’ই চলবে,বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান চলাকালে ফুটপাতে বসে থাকা হকার ও অবৈধভাবে পার্কিং সরিয়ে দেওয়া হয় এবং সকল দোকানদের সতর্ক করে দেওয়া হয়, যেন তাদের দোকানের সামনে কোন গাড়ী পাকিং না থাকে। দোকানে সামনে সাইনবোর্ড দিয়েছে, পুলিশ।
এদিকে ময়মনসিংহ মহানগরীর ব্যস্ততম এলাকার ফুটপাত মুক্ত করার লক্ষে নগরীর গাঙ্গিনারপাড়, স্টেশন রোড, মেডিক্যাল কলেজের সামনের চরপাড়া, স্বদেশী বাজার, নতুন বাজার এলাকায় পুলিশের অভিযান চালানো হয়, ফুটপাত মুক্ত করার লক্ষে। প্রতিদিন পুলিশও নিয়মিত অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়।


গত  ১৯ আগষ্ট  কোতুয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ যোগদান করেন। এরপর থেকেই পাল্টে যায় নগরীর ব্যস্ততম এলাকার ফুটপাতের চিত্র। এখনও সুযোগ পেলেই হকাররা ফুটপাতে মালামাল নিয়ে বসার চেষ্টা করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবারও মালামাল গুটিয়ে চলে যায়।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলার মানবিক পুলিশ সুপার আহমার উজ্জামান নির্দেশে ফুটপাতে অভিযান অব্যহৃত থাকবে, হকার মুক্ত করতে । ফুটপাতে হকার মালামাল নিয়ে বসার কারণে জনসাধারণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছিল না। বিষয়টি আমার নজরে আসার পর থেকেই আমি অভিযান চালাচ্ছি । নির্দেশ মোতাবেক দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। পুলিশ সদস্যদের দেখলেই হকাররা পালিয়ে যায় এবং পুলিশ চলে যাওয়ার পরে মালামাল নিয়ে আবারও তারা বসার চেষ্টা করে। হকারমুক্ত করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
উল্লেখ্য গত ২৯ নভেম্বর ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শহরকে যানজট মুক্ত করতে ফুটপাত অবৈধ দখলকার মুক্ত করার দাবী জানিয়ে ছিলেন সাংবাদিকরা। ওসি শাহ কামাল প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এরই প্রেক্ষিতে আজ থেকে অভিযান শুরু করেছেন। ।