মুরাদের আপত্তিকর অডিও-ভিডিওর ৩৮৭ লিংক চিহ্নিত, অপসারণ ১৭

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কুরুচিপূর্ণ, অবমাননাকর ও অশালীন মন্তব্যের মোট ৩৮৭টি অডিও-ভিডিওর ফেসবুক ও ইউটিউব লিংক চিহ্নিত করার কথা আদালতকে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্যে ফেসবুকের ২৭২টি, ইউটিউবের ১১৫টি লিংক। ফেসবুক ১৫টি এবং ইউটিউব ২টি লিংক এরই মধ্যে অপসারণ করেছে কমিশন। এ ছাড়া মুরাদ হাসানের ‘আপত্তিকর’ মন্তব্যের আরও ২০০ লিঙ্ক চিহ্নিত করেছে ফেসবুক। যা বন্ধ করার প্রক্রিয়ায় তারা নিজেরাই যাচাই-বাছাই শুরু করছে বলে বিটিআরসির ভাষ্য।
কমিশনের আইনজীবী খন্দকার রেজা ই রাকিব বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চে এ তথ্য দেন।
মঙ্গলবার আদালত বিটিআরসির চেয়ারম্যানকে ইউটিউব-ফেসবুসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে মুরাদ হাসানের কুরুচিপূর্ণ, অবমাননাকর ও অশালীন মন্তব্যের অডিও-ভিডিও অপসারণের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল ।