বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ  আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মেধাবী পুত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।
রায় ঘোষণা শুনতে সকালেই আদালত চত্বরে হাজির হন তিনি। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বরকত উল্লাহ বলেন, আজকের এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। তবে হাইকোর্টে যেদিন এ রায় বহাল থাকবে, আবরার হত্যার আসামিদের ফাঁসি কার্যকর হবে, সেদিন পুরোপুরি সন্তুষ্ট হবো।
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন।