বাংলাদেশ রেলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

বাংলাদেশ রেলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। বৃহস্পতিবার রেলভবনে তাদের সাক্ষাৎ হয়। এ সময় রেলখাতের উন্নয়নে নেয়া বিভিন্ন প্রকল্প সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়েকে পুরো ঢেলে সাজানো হচ্ছে। কারখানাগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে, নতুন ইঞ্জিন এবং কোচ আনা হচ্ছে, স্টেশন গুলোকে সংস্কার করা হচ্ছে। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন। তখন থেকেই রেল খাতের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনার ভিত্তিতে রেল খাতে উন্নয়ন ঘটানো হচ্ছে। সারাদেশকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে।