ময়মনসিংহ জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড মীর মিজানুর রহমানের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির দুই বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর মিজানুর রহমান (৫৯) সিবিএমসিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৭:৪৫টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী একপুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের ৩ দফা নামাজে জানাযা শেষে গফরগাঁও পারিবাবিক গোরস্থানে দাফন করা হয়। বাদ জুম্মা নগরীর নওমহল সরকারী প্রাইমারী স্কুল মাঠে প্রথম নামাজে জানাযা, আড়াইটায় পুরাতন জেলা জজ আদালত ভবন প্রাঙ্গণে আইনজীবীদের উদ্যোগে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। বাদ আছর গফরগাঁও নিজ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।  তার মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।