বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নবী হোসেন আর নেইঃ কাল  ১০টায় জানাযা

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নবী হোসেন আর নেইঃ কাল ১০টায় জানাযা

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্মসচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নবী হোসেন আর নেই (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন )। তিনি আজ শুক্রবার ১০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নবী হোসেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফুলপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ছিলেন । মরহুমের স্থায়ী নিবাস ময়মনসিংহের ফুলপুর উপজেলাধীন সঞ্চুর গ্রামে।  সংসার জীবনে ১ ছেলে ও ১ মেয়ের জনক তিনি। ছেলে আনোয়ার হোসেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্মসচিব হিসেবে কর্মরত। মেয়ে নূরজাহান বেগম ময়মনসিংহ মুমিন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

তাঁর মৃত্যুতে ফুলপুর-তারাকান্দার সংসদ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান, পৌর মেয়র মি. শশধর সেন, ফুলপুর-তারাকান্দার বীর মুক্তিযোদ্ধাগণ গভীর শোক প্রকাশ করেন।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার সকাল ১০টায় নিজ গ্রাম সঞ্চুর প্রাখমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ  শেষে পারিবারিক খবর স্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।  উনার জানাযায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমার সুযোগ্য পুত্র ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্মসচিব মোহাম্মদ আনোয়ার হোসেন।

LATEST POSTS