মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ , মসজিদ কমিটি নিয়ে বিরোধে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতাসহ দুই জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ময়মনসিংহের সদর উপজেলার চর সিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। রফিকুল ওই এলাকার আলী আকবরের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি স্থানীয় একটি মসজিদ কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্ধ দেখা দেয়। শুক্রবার বেলা ১২টার দিকে রফিকুল নিজ দোকানে বেচাকেনা করছিলেন। এ সময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। বিষয়টি দেখে রফিকুল ইসলামের বাবা আলী আকবর ও স্থানীয়রা এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রফিকুল ইসলাম মারা যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। তবে এখনও কাউকে আটক সম্ভব হয়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকরের সৃষ্টি করেছে।