মসিকের ভিটামিন “এ ”প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র টিটুঃ চলবে ৪দিন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ সারাদেশের ন্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে । শিশৃুদের ভিটামিন “এ ”প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইন উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে নগর ভবন প্রাঙ্গণে ১১ থেকে ১৪ ডিসেম্বর ৪দিন ব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমের আওতায় আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩০০ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৮৫০ জন শিশুকে ১ টি করে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জানান, চারদিন ব্যাপী এ কার্যক্রমে সিটি কর্পোরেশনের ৬০২ জন টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৩০১ টি বুথে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ইতোপূর্বে পরিচালিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রায় শতভাগ লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। সকলের সহযোগিতায় এ ক্যম্পেইনও সফল হবে বলে তিনি প্রত্যাশা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ এ দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, ও স্বাস্থ্য কর্মী দিপালী মজুমদার ও শাকিলা আক্তার স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রানিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।