স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃময়মনসিংহের ফুলপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা নবী হোসেনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ ১১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় নিজ গ্রাম সঞ্চুর প্রাইমারি স্কুল মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এর উপস্থিতিতে এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাযার নামাজ শেষে সঞ্চুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ছেলে মোঃ আনোয়ার হোসেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হিসেবে কর্মরত আছেন। মেয়ে নুরজাহান বেগম ময়মনসিংহ মুমিনুন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য যে, ১০ ডিসেম্বর শুক্রবার দুপুরে বার্ধক্যজনিত কারণে মুক্তিযোদ্ধা কমান্ডার নবী হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারবর্গ।