ময়মনসিংহ ডিবির হাতে ৯ কেজি গাঁজা ও পিক-আপ গাড়ীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত পিক-আপ গাড়ীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশের ওসি সফিকুল ইসলাম, জানান, ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান এর নির্দেশনায় এস আই (নিঃ) আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান চালিয়ে ১২ ডিসেম্বর সকালে নান্দাইল মডেল থানার দক্ষিণ চন্ডিপাশা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক হতে ৯ কেজি গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি পিক-আপ গাড়ীসহ মাদক ব্যবসায়ী মনির হোসেন (২৪), সাং-ভাটিয়া নদীর পূর্বপাড়, থানা-করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ও পিন্টু খান (২৪), সাং-শিকারপুর, কালু মিয়া (২৫), সাং-আরাইবাড়ী, আশরাফুল ইসলাম (ড্রাইভার) (২৪), , সাং-শিকারপুর, সর্ব থানা-কসবা, জেলা-বি-বাড়ীয়াদেরকে গ্রেফতার করা হয়।
৪ মাদক ব্যাবসায়ী এবং ৯ কেজি গাঁজা ও পিক-আপ উদ্ধারের বিষয়ে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।###