জমি-সংক্রান্ত বিরোধে দুলাভাইয়ের ছুরির আঘাতে শ্যালক নিহত

জমি-সংক্রান্ত বিরোধে দুলাভাইয়ের ছুরির আঘাতে শ্যালক নিহত

December 15, 2021 798 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ নেত্রকোনার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের বানিয়াগাতী গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় দুলাভাইয়ের ছুরির আঘাতে শ্যালক নিহত হয়েছেন। শ্যালকের নাম পিয়াস মিয়া (১৯)। এই ঘটনায় হত্যাকারী দুলাভাই শুনু ফকির (৪৫) ও তার স্ত্রী পিয়াসের বোন হেনা আক্তারকে আটক করেছে পুলিশ। পিয়াস বানিয়াগাতী গ্রামের মৃত মজিবুর রহমান মজু মিয়ার ছেলে। তিনি তেলিগাতী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পিয়াসের সঙ্গে বেশ কিছুদিন তারই বড় বোন হেনা আক্তারের পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। সোমবার হেনা তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি নিজের দখলে নেয়। পিয়াস পরীক্ষা শেষে বাড়ি গিয়ে শুনতে পান বোন ও ভগ্নিপতি জমি দখলে নিয়েছেন এবং তার মাকে অশালীন ভাষায় গালাগাল করেছেন। এ নিয়ে তাদের সঙ্গে পিয়াসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুনু ফকির ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় পিয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেনা ও শুনুকে ঘটনাস্থল থেকে আটক করে।

এদিকে মঙ্গলবার দুপুরে কলেজছাত্র পিয়াসকে হত্যার প্রতিবাদে তেলিগাতী সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় তেলিগাতী সরকারি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, শিক্ষক আজিজুল হক, দুওজ ইউপি চেয়ারম্যান সাইদুল হক তালুকদার প্রমুখ বক্তব্য দেন।

আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সাম্প্রতিক